“সেলফ মাই ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম” কিছুদিন আগে বাংলাদেশে আত্মপ্রকাশ করলেও, এ ধরনের ব্যবসার ধারণা আসলে বহু আগে থেকেই বিভিন্ন আঙ্গিকে প্রচলিত ছিল। সাধারণত, এই ধরনের ব্যবসা কাঠামো ইসলামিক দৃষ্টিকোণ থেকে নাজায়েজ ও হারাম।
তবে, এই প্ল্যাটফর্মের উদ্যোক্তারা তাদের ব্যবসাকে পূর্ববর্তী ব্যবসাগুলোর থেকে সম্পূর্ণ ভিন্ন বলে দাবি করছেন এবং যারা এটিকে নাজায়েজ বলেছেন, তাদের বিরুদ্ধে বেশ কঠোর অবস্থান নিয়েছেন। আমরা এই বিতর্কিত বিষয়টি সুস্পষ্ট ভাবে ব্যাখ্যা করেছি।
পিরামিড স্কিম ও এমএলএম-এর সঙ্গে তাদের ব্যবসাটির কতটুকু পার্থক্য রয়েছে, তা আমরা বিশদভাবে ব্যাখ্যা করেছি। যেহেতু তারা দাবি করেছেন যে, তাদের ব্যবসা পূর্ববর্তী সকল নাজায়েজ ব্যবসা থেকে সম্পূর্ণ আলাদা, তা তাদের ব্যবসার হুকুম নির্ধারণে শুধুমাত্র তাদের সিস্টেম এবং রীতির ওপরই ভিত্তি করা হয়েছে। এক্ষেত্রে, পূর্ববর্তী পিরামিড স্কিম, এমএলএম এবং অন্যান্য নাজায়েজ ব্যবসাগুলোর সঙ্গে কোনরূপ তুলনা না করে, সরাসরি তাদের ব্যবসার রীতিনীতির আলোকে হুকুম দেওয়া হয়েছে।
এখানে আপনি জানতে পারবেন, তাদের ব্যবসাটি পূর্ববর্তী পিরামিড স্কিম এবং এমএলএম মডেলগুলোর থেকে কতটা ভিন্ন এবং কতটা অনুরূপ। জানতে পারবেন ইসলামী দৃষ্টিকোণ থেকে এই ব্যবসাটি কতটুকু জায়েজ।
আশা করি, এই কিতাবটি সকলের জন্য উপকারী হবে, বিশেষ করে তাদের জন্য যারা এই ব্যবসার ভুল ব্যাখ্যায় বিশ্বাস করে চলেছেন। এটি তাদেরকে আরও সচেতন করতে সাহায্য করবে এবং বিষয়টি স্পষ্টভাবে বুঝতে সহায়ক হবে। আল্লাহ তাআলা সবাইকে সঠিকভাবে বুঝার তৌফিক দান করুন।
সেল্ফ মাই ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম সম্পর্কিত কিতাবটি নিচে দেওয়া হল-
আরো পড়ুন-
মাশাআল্লাহ,
আল্লাহ তাআলা আপনার হিম্মতকে আরো বাড়িয়ে দিক, উম্মতের সামনে সঠিক তুলে ধরার জন্য ।
আমীন।
জাযাকাল্লাহু খাইরান
Pingback: শাবান মাসের ফজিলত ও আমল
How did to the war Nothing new experimental rocket Infantry was
Such a well-written and insightful article! I love how this website provides valuable and useful content.